ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম প্রীতিলতার মতো দেশপ্রেমিক চাই

136

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম স্বাধীনতা সংগ্রামী একজন নারী ছিলেন। এ বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে পড়তে পারা সৌভাগের বিষয়। তাই প্রতিটি শিক্ষার্থীদের উচিত, প্রীতিলতা ওয়াদ্দেদার মতো দেশপ্রেমে নিজেকে নিবেদিত করে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গত রবিবার দুপুরে অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর মো. সলিমউল্লাহ বাচ্চু, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব রবিন্দ্রশ্রী বড়ুয়া, চসিক প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, অধ্যক্ষ জারেকা বেগম, অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, প্রধান শিক্ষক আহমেদ হোসাইন, সহ প্রধান শিক্ষক মো. ইসমাইল, গভণিং বডির সদস্য এ এ এম সাইফুদ্দিন, মো. ওমর আলী ফয়সাল, শাহীন আকতারসহ উত্তর ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, একটি জাতিকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের উচ্চ শিখরে আরোহন করতে হলে সর্বাগ্রে প্রয়োজন শিক্ষার উপর গুরুত্বারোপ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষাথীদের পড়ালেখার খোঁজখবর নেন। শিক্ষার্থীরা মেয়র আতিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীদের মাঝে বৃত্তির টাকা বিতরন করেন। অনুষ্ঠানে শেষে স্কুলের নবনির্মিত ৩য় তলার শ্রেণি কক্ষ উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি