ঢাকায় বিদ্যুতায়িত হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু

21

ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল পৌনে ১১টায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী। নিহত শ্রমিকরা হলেন ঝড়ু শেখ (৪৫), সাইফুল ইসলাম (৪৫) ও মঞ্জুরুল ইসলাম (৩৫)। তারা সিকদার মেডিকেল কলেজের পেছনে বারইখালী এলাকায় একটি মাঠের পাশে বিআইডব্লিউটিএর সীমানা পিলার বসানোর কাজ করছিলেন। খবর বিডিনিউজের
ওসি ইকরাম বলেন, নদীর পাড়ে বিআইডব্লিউটিএ’র সীমানা পিলার বসাতে ঠিকাদারের মাধ্যমে পাইলিংয়ের কাজ চলছিল। পাইলিং ব্যবহৃত লোহার খুঁটি উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গেলে ৩ জন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় ওই কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।