ঢাকার হারে রাজশাহীর মুচকি হাসি

65

শেষ চারে ওঠা নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। সেই শঙ্কা আরো বাড়ল ঢাকা ডায়নামাইটসের। গ্রæপ পর্বের ১১তম ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়ল সাকিব আল হাসানের দল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে ১ রানের হারে শেষ চারের অপেক্ষা বাড়ল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তিনবারের চ্যাম্পিয়নদের। ঢাকার হারে শেষ হারের আশা টিকে রইল রাজশাহী কিংসের।
ঢাকার হারে বিপিএলের সেরা চার অমীমাংসিতই রয়ে গেল। ৭টি করে জয় নিয়ে আগেই শেষ চারে পা দিয়ে রেখেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস। এই ম্যাচ জিতলেই রাজশাহীর সমান ৬ জয় পাওয়া ঢাকা রান রেটের হিসাবে শেষ চারে উঠতো।
ঢাকা জয় তুলে নিতে না পারায় রাজশাহীর বিপিএল ভাগ্য আরেকটু লম্বা হলো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২ ফেব্রুয়ারি, শনিবার খুলনা টাইটান্সের বিপক্ষে জিতলেই কেবল শেষ চার নিশ্চিত হবে ঢাকার। হারলেই শিরোপার লড়াইয়ে টিকে যাবে রাজশাহী।