ড. অনুপম সেন প্রগতির আলোকশিখা

30

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. অনুপম সেনের ৭৯ তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট চট্টগ্রাম জেলার পক্ষ থেকে গতকাল বিকেলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কনফারেন্স রুমে এক শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে তাকে জোটের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারকপত্র ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এই উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁর দীর্ঘ ও নিরোগ জীবন কামনা করে শুভেচ্ছা প্রদানকারী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রফেসর ড. অনুপম সেন বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ মানসসম্পদ। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি আমাদের সাহসী সারথি। তারা প্রণম্য অনুপম সেনের শতায়ু কামনা করে বলেন, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন আমরা তাকে আঁকড়ে ধরে মহামুক্তির বিজয় রথে ধাবিত হব। তাই তিনি আমাদের মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন। তার সাধনায় সঞ্চিত জ্ঞান ও প্রজ্ঞালোকে আলোকিত হবে কল্যাণময় পৃথিবী। প্রফেসর ড. অনুপম সেন তাঁর ৭৯ তম জন্মদিন উপলক্ষে সকলকে আর্শীবাদ জানিয়ে বলেন, মানবজীবন স্রষ্টার অমূল্য দান। এই অমূল্য জীবন তখনই স্বার্থক হয় আরেকটি জীবনকে আলোকিত করতে পারলে। সৃষ্টিকর্তা সকলকে যেন সেই শক্তি প্রদান করেন। আমি আমৃত্যু মানুষের মুক্তির ও মহামিলনের স্বপ্ন দেখে যাবো। এই প্রেরণার সন্ধান পেয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-দর্শন ও কর্ম থেকে। আমি সেই পথ ধরেই এগুচ্ছি। এ সময় তাঁর জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক নিজামুল ইসলাম সরফী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার আকলিমা আক্তার আঁখি, ড. অনুপম সেন গবেষণা গ্রন্থের লেখক আলী প্রয়াস, জোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, কবি সজল দাশ, সংস্কৃতিকর্মী মিঠুন চক্রবর্ত্তী, রাজীব মজুমদার, সুতপা চৌধুরী, সোমা বোস, সুমি চৌধুরী, রবি শংকর ধর, কৃষ্ণা দাশ, পার্বতী চক্রবর্ত্তী, পিন্টু ভট্টাচার্য্য, ছোটন চক্রবর্ত্তী, তানিমা পারভীন প্রমুখ। বিজ্ঞপ্তি