ড্যাফোডিলে এলামনাই স্টুডেন্ট কংগ্রেস সম্পন্ন

44

ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, চট্টগ্রাম ক্যাম্পাসে এলামনাইদের নিয়ে ৩ মে বিকাল ৪টায় এলামনাই স্টুডেন্ট কংগ্রেস-২০১৯ অনুষ্ঠান সম্পন্ন হয়। এদের মধ্যে এনসিসি এডুকেশন অ্যান্ড লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স সম্পন্ন করা ছাত্র-ছাত্রী এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির সিইও মোহাম্মদ নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ডিপার্টম্যান্ট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইনঞ্জিনিয়ারিং এর প্রফেসর ড. কৌশিক দেব, এবং ডিআইআইটি হেড অব অপারেশন মো. শাহনেয়াজ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, চট্টগ্রাম ক্যাম্পাসের অধ্যক্ষ মো. ফারুক ইসলাম।
প্রধান অতিথি শিক্ষাঙ্গনে ড্যাফোডিল ফ্যামিলির অগ্রগতি ও সাফল্য তুলে ধরে বলেন, ড্যাফোডিল ফ্যামিলি সবসময় এলামনাইদের সাথে আছে এবং থাকবে। তিনি তাদের মেধা, যোগ্যতা ও সুযোগগুলো সমাজের উন্নতির কাজে লাগানোর আহবান করেন। বিশেষ অতিথি ড. কৌশিক দেব ৪র্থ প্রজন্মের শিল্প বিপ্লবের গুরুত্ব তুলে ধরেন ও প্রযুক্তিগত দিকগুলো সমাজের সকল স্তরে প্রয়োগের আহবান জানান। বিশেষ অতিথি মো. শাহ নেয়াজ মজুমদার দেশে ও বিদেশে এলামনাইদের অবস্থান ও জাতীয় উন্নয়নে তাদের অবদানের কথা তুলে ধরেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ এলামনাইদের কর্মক্ষেত্রে সাফল্য ও সমাজের জন্য তাদের ভূমিকার প্রশংসা করেন। ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড প্রোগ্রাম ও সান্ধ্যভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি