ডেনমার্ক সফর বাতিল করলেন ট্রাম্প : রাণীর বিস্ময় প্রকাশ

45

যুক্তরাষ্ট্রের কাছে গ্রীনল্যান্ড বিক্রি করতে ডেনমার্কের প্রধানমন্ত্রী রাজী নন। এ ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্ক সফর বাতিল করেছেন। ট্রাম্পের এ সিদ্ধান্তে ডেনমার্কের রাণী বিস্ময় প্রকাশ করেছেন। আগামী ২ সেপ্টেম্বর ডেনমার্কের রাণীর আমন্ত্রণে প্রেসিডেন্ট ট্রাম্পের ডেনমার্ক সফরের কথা ছিল। গ্রীনল্যান্ড ডেনমার্কের একটি স্বশাসিত অঞ্চল। ডেনমার্কের উত্তর মেরু এবং উত্তর আটলান্টিকের মধ্যে গ্রীনল্যান্ডের অবস্থান। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন যে, যুক্তরাষ্ট্র ডেনমার্কের কাছ থেকে গ্রীনল্যান্ড কিনতে আগ্রহী। কিন্তু ডেনমার্কের প্রধানমন্ত্রী মেডে ফ্রেডরিকসেন ট্রাম্পের প্রস্তাবকে আজব বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আশা করেন, ট্রাম্প গ্রীনল্যান্ড বিষয়ে সিরিয়াস নন, আসলে মজা করার জন্যই এমনটা বলেছেন।
প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটে ঘোষণা করেন যে, তিনি আর ডেনমার্ক সফরে যেতে চান না। কারণ ডেনমার্কের প্রধানমন্ত্রী গ্রীনল্যান্ড কেনার প্রস্তাব নিয়ে কথা বলতে কোন আগ্রহ দেখাচ্ছেন না। হোয়াইট হাউসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্পের ডেনমার্ক সফর বাতিল করা হয়েছে। ডেনমার্কের রাজপরিবার থেকেও বলা হয়েছে, এই সফর যে বাতিল করা হয়েছে, সেটি তাদের জানানো হয়েছে। রাজপরিবারের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে তারা বিস্মিত।