ডেঙ্গু রোগিদের আর্থিক সহায়তা প্রদান

18

বান্দরবান ইসলামী ব্যাংক শাখার উদ্যোগে দরিদ্র-অসহায় ডেঙ্গু রোগে আক্রান্ত রোগিদের আর্থিক সহায়তা প্রদান করেন। গত মঙ্গলবার বিকালে ইসলামি ব্যাংক মিলনায়তনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: অংশৈ প্রু মারমা। ইসলামী ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক, এসভিপি ও শাখা প্রধান মোহাম্মদ খানে আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক নীলাচল পত্রিকার সম্পাদক/প্রকাশক মোহাম্মদ ইসলাম কোম্পানি। এছাড়াও ইসলামী ব্যাংকে প্রিন্সিপল অফিসার মুসলেহ উদ্দীন। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের অন্যান কর্মকর্তাগণ এবং ডেঙ্গু রোগে আক্রান্ত রোগি ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, বান্দরবান একটি সম্প্রীতির জেলা এই জেলায় প্রত্যেক ধর্মের লোকসহ ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস,এখানকার জনগণ শান্তিতে যার যার ধর্ম পালন করে থাকে, কেউ কারো ধর্মকে ছোট করে দেখা বা অসম্মান করার সুযোগ নেই। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এটি ব্যতিক্রম ধর্মী একটি ব্যাংক যে ব্যাংক গ্রাহক সেবায় বিশ্বাসী, এই ব্যাংক সকল শ্রেনীর মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যে কোন দুর্যোগ মোকাবেলায় এই ব্যাংক অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে। এই ব্যাংক ধনী গরীব, মধ্যভিত্ত সকলের ব্যাংক। আমরা সকলে মিলেমিশে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। পরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. বান্দরবান শাখা’র ব্যবস্থাপনা পরিচালক ও শাখা প্রধান এসভিপি মোহাম্মদ খানে আলম সভায় উপস্থিত সকলকে উপস্থিত হওয়ার জন্য শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।