‘ডেঙ্গু প্রতিরোধে ছাত্রসেনা নেতা-কর্মীদের ভূমিকা চাই’

34

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম বলেন, ডেঙ্গুর আতংকে দেশবাসী দিশেহারা। ডেঙ্গুকে মোকাবিলা করা শুধু সরকারের পক্ষে সম্ভব নয়। ডেঙ্গুকে রাষ্ট্রীয় ও মানবিক সংকট বিবেচনা করে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা দরকার। ছাত্রসংগঠনের নেতাকর্মিরা শুধু রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হলে চলবে না বরং দেশ-দশের বিপদে জনগণের পাশে দাঁড়াতে হবে। তিনি ডেঙ্গু প্রতিরোধে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে সরকারের পাশাপাশি ছাত্রসেনার নেতাকর্মিদের ভূমিকা রাখার আহবান জানান। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চান্দগাঁও থানার নবনির্বাচিত কমিটি ৯ আগস্ট শুক্রবার বিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ নঈমুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এসব কথা বলেন। এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চান্দগাঁও থানার সভাপতি মুহাম্মদ নূর নবী শাহেদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আল আমিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমন, প্রচার সম্পাদক মুহাম্মদ তারেক আরমান, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মুহাম্মদ ফাহিম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি