ডেঙ্গু প্রতিরোধে চাই জনগণের সচেতনতা

18

৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজনন স্থান ধ্বংস, মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে। ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। বাটারফ্লাই পার্কের পাশে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনসাধারণ ও মশক নিধন টিমের কর্মীদের উপস্থিতিতে এ কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক এ এস এম ইসলাম, ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, যুগ্ম সম্পাদক মোঃ সেলিম, মহানগর যুব লীগের সদস্য শাকিল হারুন, ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ মাঈনুল ইসলাম, ওয়াহিদুল আলম চৌধুরী, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ লোকমান হাকিম, মোঃ ইয়াসিন, আমির আহম্মদ, মোঃ ইলিয়াস, আবদুল হালিম, আলী আকবর নয়ন, এইচ এম ইব্রাহিম ও সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গুরোগ প্রতিরোধে আতংকিত না হয়ে জনসচেতনতা ও এ বিষয়ে স্বচ্ছ ধারনা থাকা অত্যাবশ্যক। সঠিক সময়ে রোগ নির্ণয় করে চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে। এডিস মশার প্রজনন স্থান ধ্বংস করে এর বংশ বিস্তার রোধ করা দরকার। বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ ও প্রত্যেকের নিয়মিত মশারি ব্যাবহার করা উচিত। বক্তাগণ সামাজিক সচেতনতা সৃষ্টি করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহব্বান জানান। বিজ্ঞপ্তি