ডেঙ্গু : দুই মাসের মধ্যে সবচেয়ে কম রোগী

16

দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার ঠিক দুই মাস পর রোগীর সংখ্যা সবচেয়ে নিচে নেমে এসেছে। গতকাল শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৮ জন। দুই মাস আগে (২১ জুলাই) ডেঙ্গু রোগীর সংখ্যা চারশ ছাড়িয়েছিল। সেদিন ৪২১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার আগের দিন ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৩৮০ জন।
এরপর ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বেড়েছে। একদিনে সবচেয়ে বেশি দুই হাজার ৪২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত ৭ আগস্ট। একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর রেকর্ড এটি। খবর বিডিনিউজের
পুরো আগস্ট জুড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হাজারের ওপরে ছিল। ৩০ আগস্ট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৬০ জনে নেমে আসে। এরপর থেকে ধারাবাহিকভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমছে। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, ডেঙ্গু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। যেহেতু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চারশ-পাঁচশর মধ্যে ওঠানামা করছে, সেহেতু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলা যায়। ঢাকায় পরিস্থিতি ভালো। তবে ঢাকার বাইরে বিশেষ করে খুলনা এলাকায় এখনও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বেশি। এ কারণে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে বলা যাবে না।
তবে সেখানকার পরিস্থিতিও আগের চেয়ে ভালো। যশোর জেলায় একদিনে দেড়শ পর্যন্ত উঠেছিল। কিন্তু আজকে (শনিবার) সেখানে ৪২ জন ভর্তি হয়েছে। আশা করছি সেখানেও কমে যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত সারাদেশে ৮৪ হাজার ৩৯৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৮১ হাজার ৯৪২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দুই হাজার ২৫২ জন রোগী।
চিকিৎসাধীন এবং নতুন ভর্তি রোগী দুটোই ঢাকার বাইরে বেশি। বর্তমানে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ৯১৭ জন ডেঙ্গু রোগী। ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন এক হাজার ৩৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৫ জন ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ২০৩টি মৃত্যুর তথ্য তাদের কাছে এসেছে। এর মধ্যে ১১৬টি মৃত্যুর তথ্য পর্যালোচনা করে ৬৮টি মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।