ডুলাহাজারা সাফারি পার্কের হাতি পদদলিত করে মারলো মাহুতকে

77

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ক্ষুব্ধ হয়ে উঠা একটি প্রশিক্ষিত হাতি পদদলিত করে মেরেছে হাতির দেখভালের দায়িত্বে নিয়েজিত (মাহুত) ভদ্রসেন চাকমাকে (৫৬)। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পার্কের হাতির বেস্টনীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পার্কের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্র্যাঙ্কুলাইজের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হয় ক্ষুব্ধ ওই হাতিকে। নিহত ভদ্রসেন চাকমা খাগড়াছড়ি জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বঙ্গলটুলি গ্রামের রাঙা মোহন চাকমার ছেলে। এদিন বিকেলে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরীর পর নিহত ভদ্রসেন চাকমার লাশ গ্রামের বাড়িতে পৌঁছে দেয়া হয়।
ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম চৌধুরী, বুধবার সকালে ক্ষুব্ধ হাতিটি পেছন থেকে এসে মাহুতকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এরপর পায়ের তলায় পদদলিত করে তাকে মেরে ফেলে। মাহুতের মৃত্যুর বিষয়টি চকরিয়া থানায় লিখিতভাবে অবহিত করা হয়েছে। একই সাথে পার্কে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।