ডি স্প্রাখের ‘আধ্যাত্মিক সাহিত্যে চট্টগ্রামের অবদান’ শীর্ষক সেমিনার

25

ডি স্প্রাখের ১২ বছর পূর্তি উপলক্ষে ‘আধ্যাত্মিক সাহিত্যে চট্টগ্রামের অবদান’ শীর্ষক সেমিনার গত বুধবার নগরীর জামালখানস্থ প্রতিষ্ঠান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন, ড. সেলিম জাহাঙ্গীর, ড. জিনবোধি ভিক্ষু, ফাদার লিউনার্ড ও নারায়ণ কান্তি সিকদার। অনুষ্ঠানে চার ধর্মের চার প্রতিনিধি এক মঞ্চে দাঁড়িয়ে স্ব স্ব ধর্মের চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন ব্যক্তির রচিত আধ্যাত্মিক বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এতে স্বাগত বক্তব্য রাখেন, ডি স্প্রাখের পরিচালক জয়ন্ত চৌধুরী। বিজ্ঞপ্তি