ডিসেম্বরের ষোলো

25

ডিসেম্বরের ষোলো তারিখ আসলো দেশে জয়
নতুন আশার মোহন আলোয় রাঙা পাড়াময়।
রক্তমাখা বাবার সার্ট ও মায়ের আঁচল খানা
জমা আছে বুকের ভেতর স্মৃতির রেখা টানা।

বাবার চোখে ছিলো ভীষণ স্বদেশ জয়ের আশা
দেশের প্রতি মাটির প্রতি অগাধ ভালোবাসা।
জয়ের নেশায় বাবার মতো ছোটে অনেক মানুষ
যুদ্ধ করে বিজয় হাতে উড়ায় রঙিন ফানুস।

বাবার মতো স্বাধীন আমার মনটা ছোটে বনে
সবুজ নীলে সখ্য গড়ি হলুদ বিকেল ক্ষণে।
ছড়ায় ছড়ায় ভরাই খুশি বলি মনের কথা
আমার আছে বিজয় সুরে প্রাণের স্বাধীনতা।