ডিসেম্বরের চৌদ্দ

13

পরাজয় কাছে এসে গেছে জেনে পাল্টায় মতিগতি,
অশুভ চিন্তা গেঁথে নিয়ে মনে করে ভয়ানক ক্ষতি।
মেধাহীন জাতি বানাতে আবার ধ্বংস খেলায় মাতে,
গোলাগুলি নিয়ে নেমে পড়ে ওরা অনেক গভীর রাতে।
পাকির দোসর রাজাকারগুলো আগে আগে এসে জোটে,
আল-শামস আল-বদর ওদের সামনে পিছনে ছোটে।
জাতির সেরা সন্তান খুঁজে ঘুম থেকে তোলে ডেকে,
খুঁচিয়ে তাঁদের রক্ত ঝরায়, সারা গায়ে নেয় মেখে।

হাত মুখ চোখ বেঁধে নিয়ে তারা বধ্যভূমিতে থামে,
অতপর তারা নৃশংসতম হত্যাযজ্ঞে নামে।
বুদ্ধিজীবী গুণী মানুষেরা পরিণত হয় লাশে,
বর্বর খুনি জল্লাদগুলো নিষ্ঠুর হাসি হাসে।
মিরপুর আর রায়েরবাজার আজও যেন কেঁপে ওঠে,
রক্তঝরা সে দুঃসহ স্মৃতি মনের পাতায় ফোটে।
ডিসেম্বরের চৌদ্দ তারিখ ফিরে ফিরে যেই আসে,
ব্যথাবেদনায় বাঙালি সেদিন শোকের নদীতে ভাসে।