ডিসেম্বরেই শহীদ মহিআলমের স্মৃতি সংরক্ষণ কাজ শুরু হবে

29

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ. সালাম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সশস্ত্র মুক্তিযুদ্ধে যারা রণাঙ্গনে আত্মাহুতি দিয়েছেন তাঁদের রক্তের ঋণ কিছুতেই শোধ হবে না। তবে তাদের ত্যাগ-তিতীক্ষার স্বীকৃতি-মর্যাদা-সম্মান নিশ্চিত না হলে আমরা অকৃতজ্ঞ জাতি হিসেবে পাপবিদ্ধ হবো। এই পাপমুক্তিই আমাদের রাষ্ট্রীয়, রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা থেকে রণাঙ্গণের সফল সমরনায়ক ফ্লাইট সার্জেন্ট শহিদ এ.এইচ.এম মহিআলম চৌধুরী’র স্মৃতি সংরক্ষণ, মর্যাদা ও স্বীকৃতি নিশ্চিত করা আজ সময়ের দাবী। এ প্রেক্ষিতে তিনি ঘোষণা করেন যে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে বিজয়ের মাস ডিসেম্বরেই শহীদ ফ্লাইট সার্জেন্ট শহীদ এ.এইচ.এম মহিআলম চৌধুরীর স্মৃতি সংরক্ষণে বাঁশখালীর সাধনপুরে স্মারক স্থাপনা নির্মাণ বাস্তবায়ন প্রকল্পের কাজ শুরু হবে। তিনি রোববার বিকেলে ফ্লাইট সার্জেন্ট শহিদ মহিআলম চৌধুরী’র শাহাদাতবার্ষিকী উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত নাগরিক স্মরণসভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম মোস্তাফিজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক স্মরণসভায় পরিবারের পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শহিদ মহিআলম চৌধুরী’র ভ্রাতস্পুত্রী মারজান বেগম বলেন, আমার চাচার স্মৃতি সংরক্ষণে মুক্তিযোদ্ধা ও চট্টগ্রামবাসীর উদ্যোগে আমি অবিভূত। এ উদ্যোাগ বাস্তবায়নে অনেকের মধ্যে সবচেয়ে বেশি সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আয়োজক পরিষদের সদস্য সচিব নজরুল ইসলাম মোস্তাফিজ। যাঁরা এ আয়োজন করেছেন তাঁদের প্রতি শুধু কৃতজ্ঞতা জানিয়ে আমি কৃতার্থ হতে চাই না, তঁাঁদের অবদান আমাদের পরিবারের কাছে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে।
শহিদ মহিআলমমের নাগরিক স্মরণসভায় আরো বক্তব্য রাখেন বীর শহীদ সার্জেন্ট মহিআলমের বড় ভাই মাউসুদ চৌধুরী, ২নং সাধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, বীর মুক্তিযোদ্ধা মো: আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মো: হোসেন বাবু, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুখেন্দু বিকাশ ধর, বীর মুক্তিযোদ্ধা বিজয় ধর, এড. সাইফুন নাহার খালেক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ভাস্কর ডি কে দাশ মামুন, সংগীত শিল্পী রুপম মুৎসুদ্দী টিটু, মুক্তিযোদ্ধার সন্তান জাহেদ আনোয়ার, আবদুল ওয়াজেদ সিদ্দিকী, মুজিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি