ডিডিআরসি’র ইপিডি প্রকল্প অবহিতকরণ সভা

45

প্রতিবন্ধিতা ইস্যুতে কর্মরত সংগঠন ডিডিআরসি’র উদ্যোগে ইউএসএআইডি/বাংলাদেশ, ব্ল ল ইন্টারন্যাশনাল, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট), প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ (এনসিডিডব্লিউ), এবং জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা (এনজিডিও) সহযোগিতায় প্রকল্প সমাপনি অবহিতকরণ সভা সম্মেলন কক্ষ, চট্টগ্রাম লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়। ডিডিআরসি’র নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মোঃ ওয়াহীদুল আলম, সহকারী উপপরিচালক, সমাজসেবা অধিদফতর, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক-এম নাসিরুল হক -যুব উন্নয়ন অফিসার মোঃ জাহান উদ্দিন, ডিপিও লিডার-নুরুজজাহন প্রমুখ। সভায় প্রকল্পের আওতায় যে সকল কর্মকান্ড বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবায়িত কার্যক্রমের ফলে প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক অবস্থার যে ইতিবাচক পরিবর্তন হয়েছে সে ব্যাপরে একটি পূনাঙ্গ রিপোর্ট উপস্থাপন করেন প্রকল্পের এডভোকেসি এন্ড ট্রেনিং অফিসার-নুরুননাহার। অবহিত করণ সভায় প্রকল্পের আওতায় ৫ জন সুবিধাভোগি প্রকল্পের সাথে সম্পৃক্ত হওয়ার ফলে তাদের অবস্থার যে পরিবর্তন হয়েছে সে তাদের অনুভূতি প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ ওয়াহীদুল আলম বলেন-ডিডিআরসির ইপিডি প্রকল্পের অনেক কর্মকান্ডের সাথে সমাজসেবা অধিদফতর সম্পৃক্ত ছিল। তিনি উল্লেখ করেন গত ১৩ তারিখে অনুষ্ঠিত জেলা কমিটির সদস্যদের নিয়ে সভায় আমি উপস্থিত ছিলাম। প্রকল্পটি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ের লক্ষ্যে কার্যকর ভুমিকা রেখেছে বলে আমি বিশ্বাস করি। প্রকল্পের কার্যক্রম এবং মেয়াদ আরো বাড়ানো উচিত বলে আমি মনে করি। বিজ্ঞপ্তি