ডিএসইর সূচক ৫০০০ পয়েন্টের নিচে

21

টানা ষষ্ঠ দিনের মতো বাংলাদেশের পুঁজিবাজারে শেয়ারের দরপতন হয়েছে। সপ্তাহের চতুর্থ দিন গতকাল বুধবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের দিয়ে চেয়ে ২০ দশমিক ৬৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৮৬ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে।
এর আগে ২৭ আগস্ট ঢাকার পুঁজিবাজারে সূচক ছিল ৫ হাজার ১৭৮ পয়েন্ট। সে হিসেবে ছয় দিনে প্রায় ২০০ পয়েন্ট কমেছে সূচক।
গতকাল বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ৮৭ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২১৪ দশমিক ৬৯ পয়েন্টে। ডিএসইতে ৩৭৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৯ কোটি ৩১ লাখ টাকা কম।
বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩২ টির, কমেছে ১৬৬ টির, অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার দর। খবর বিডিনিউজের
ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৮ পয়েন্টে। আর ডিএস৩০ ১০ দশমিক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪৮ পয়েন্টে। অন্যদিকে সিএসইতে ১৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ১৮ লাখ টাকা বেশি। এ বাজারে লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮ টির, কমেছে ১১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।