ডা. শেখ শফিউল আজমের অর্থায়নে খাদ্যপণ্য বিতরণ

40

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ম্যানেজিং বোর্ড মেম্বার ও বিএমএ কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজমের ব্যক্তিগত অর্থায়নে রাউজান উরকিরচর গ্রামে রমজানে দুই দফায় ৫ শতাধিক করোনা প্রাদুর্ভাবে কর্মহীন অসচ্ছল অসহায় পরিবারকে ঈদ উপহারসামগ্রী (খাদ্যপণ্য) বিতরণ করেন রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী কমিটির মেম্বার মোহাম্মদ আনোয়ার আজম। ডা. শেখ শফিউল আজম প্রতি রমজানে গ্রামের মানুষের জন্য এভাবে খাদ্য ও ইফতারসামগ্রী বিতরণ করে থাকেন। তিনি বিভিন্ন সময় গ্রামের খেটে-খাওয়া গরীব মানুষের জন্য ফ্রি-চিকিৎসা ক্যাম্প, ফ্রি-খৎনা, ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন। রেড ক্রিসেন্ট সোসাইটির দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এলাকার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে রেড ক্রিসেন্ট হতে যথাসম্ভব সাহায্য প্রদান করেন। চট্টগ্রাম শহরে ও জেলার বিভিন্ন উপজেলায় যুব রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত কর্মী বাহিনীর মাধ্যমে করোনায় গৃহবন্দী মানুষের ঘরে ঘরে খাদ্যপণ্য, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পৌঁছিয়ে দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন মাহাবুব আলম, জসিম উদ্দিন, শাহ শরাফত আলী, আরিফুল ইসলাম, আব্দুর রহিম রুবেল, মো. রাকিব প্রমুখ। বিজ্ঞপ্তি