ডা. প্রণব কুমার চৌধুরী সম্মাননা অনুষ্ঠান

148

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও লোকসাহিত্যবিজ্ঞানী অধ্যাপক শামসুজ্জামান খান বলেছেন, যাঁরা শিশুস্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে একাগ্রতা ও মৌলিক চিন্তাপ্রসূত কাজ করেন, তাঁরা নমস্য ও মহান। বাংলাদেশে এর মতো মানুষ সহজলভ্য নয়। এঁদের মধ্যে শীর্ষস্থানে আছেন প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী। অধ্যাপক শামসুজ্জামান খান গত ৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমি আয়োজিত চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান, কবি ও গীতিকার ডা. প্রণব কুমার চৌধুরীর সম্মাননা অনুষ্ঠান ‘মোরে আরো আরো আরো দাও প্রাণ’-এ প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রাবন্ধিক ড. আনোয়ারা আলম। বাচিকশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংবর্ধনা পরিষদের আহব্বায়ক আমিনুর রশীদ কাদেরী, শুভেচ্ছো বক্তব্য দেন একাডেমির প্রতিষ্ঠাতা রাশেদ রউফ, চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক অরুণ শীল, সংবর্ধনা পরিষদের সচিব মিলন বনিক, ডা. প্রণব কুমার চৌধুরী সম্মাননাগ্রন্থের সম্পাদক বাসুদেব খাস্তগীর প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক নেছার আহমদ, দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, এস এম আবদুল আজিজ, রহমান হাবীব, সুপ্রতিম বড়ুয়া, এম কামাল উদ্দিন প্রমুখ। ডা. প্রণব কুমার চৌধুরীর কবিতা আবৃত্তি করেন সাবরিনা শারমীন, সাইকা আলম এবং উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সুব্রত দাশ অনুজ। অনুষ্ঠানের শুরুতে সম্মাননাগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। কবি আবুল মোমেন বলেন, শিশুদের খেলার জায়গা নেই। তারা ফ্ল্যাটবন্দি জীবন যাপন করছে। স্কুলের পরিবেশও প্রতিকূলে। কোচিং সেন্টার যেন কনডেম সেল। এরপরও আমরা শিশুদের কাছ থেকে ভালো রেজাল্ট ও সৃজনশীলতা দাবি করছি। অথচ আমরা তাদের মন বোঝার চেষ্টা করছি না। বিজ্ঞপ্তি