ডা. খাস্তগীর স্কুলে সরস্বতী পূজার অনুমতি না দেয়ায় মৌন প্রতিবাদ

146

ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আবেদনের পরও বিদ্যালয় প্রাঙ্গণে সরস্বতী পূজা আয়োজনের অনুমতি না পাওয়ায় সচেতন ছাত্র সমাজ চট্টগ্রামের উদ্যোগে গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মৌন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর জামালখানে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মৌন প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত তিন বছর ধরে শিক্ষার্থীরা সরস্বতী পূজার আয়োজনের জন্য আবেদন করলেও পূজা করার জন্য অনুমতি দেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অধ্যক্ষ শাহেদা আক্তার। চট্টগ্রামের বিভিন্ন স্কুল-কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু কিন্তু এ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে এমন নেতিবাচক মনোভাব হতবাক করেছে পুরো চট্টগ্রামবাসীকে। সচেতন ছাত্র সমাজ-চট্টগ্রামের সচিব লিপটন দেবনাথ লিপুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করেন আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোর সদস্য মিলন কান্তি শর্মা, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. কথক দাশ, সংগঠক অশোক চক্রবর্ত্তী, সুমন পাল, অ্যাড. রাজীব দাশ, মহুয়া ভট্টাচার্য্য, সঞ্জয় চক্রবর্ত্তী, জুয়েল আইচ, ইমন, অতীশ, সুদীপ্ত, শুভ, শান্তুনু, বাবুজিৎ, সবুজ বরণ, রাজবীর আকাশ, অপু, রাজেশ, প্রান্ত, জিসান, বিশাল, তুহিন, পায়েল, অভি, অভিষেক, তানভী প্রমুখ। এছাড়াও মৌন প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি