ডা. আফসারুল আমীন প্রকৃতি বাঁচাতে চাই বৃক্ষের সমাবেশ

55

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফসারুল আমীন বলেছেন, বিশ্ব উষ্ণায়নের করাল গ্রাস থেকে মুক্তির একমাত্র পথ বৃক্ষরোপণ। সবুজের ছায়ায় হোক আগামীর সুন্দর পৃথিবী। বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ অনেকখানি ঝুঁকিতে রয়েছে। সিডর, আইলা, রোয়ানুর মতো ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দেশের বৃক্ষ জগত ক্রমেই ধবংস হচ্ছে। তিনি বলেন, এই মুহূর্তে প্রকৃতিকে বাঁচাতে চাই বৃক্ষের সমাবেশ। বর্ষাকালে বৃষ্টি নেই গরমের দাপটে প্রাণ হাঁসফাঁস। আর দেরী নয় এবার সবাই শপথ করুন, সবুজ চাদরে পৃথিবী গড়ুন। গত ৭ সেপ্টেম্বর সকালে মোবাশ্বিরা ফাউন্ডেশনের উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচী ও পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে স্কুল ভিত্তিক সচেতনতা ক্যাম্পেইন-২০১৯” কার্যক্রম এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পূর্ব নাসিরাবাদ এ.জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ-আল-মামুন চৌধুরী। তিনি বলেন, বাড়ির আঙিনা থেকে শুরু করে সুন্দরবন-সবখানেই গাছের অবাধ বিচরণ বাঁচিয়ে রাখতে পারে সবাইকে। নির্মল বাতাস দীর্ঘায়ু করতে পারে মানুষকে। তাই জন সচেতনতা বাড়াতে এই ধরনের উদ্যোগ আরো বেশি করে নিতে হবে। ফাউন্ডেশনের সমন্বয়ক মোবারক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব কে.এম.চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার ভারত চন্দ্র বড়–য়া, এ.জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষিকা জোবায়দা খুতুন, দ্বীন বাবু দাশগুপ্ত, হারুন সর্দার, শাহিনুল আলম, মাকসুদ চৌধুরী, শহিদুল ইসলাম শহীদ, আব্দুল মালেক হাজী, সঞ্জীব দাশ ভূট্টো, এস এম এ কায়েস, সজীব। অনুষ্ঠানে শেষে সকলের হাতে বৃক্ষের চারা তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি