ডায়মন্ড সিটি লায়ন্স ক্লাবের চার্টার নাইট উদ্যাপন

77

লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির উদ্যেগে, বৃহষ্পতিবার রাতে আগ্রাবাদস্থ একটি হোটেলে ক্লাবের ১৫তম চার্টার নাইট, নতুন মেম্বারদের শপথ গ্রহণ, প্রাক্তন প্রেসিডেন্টদের অনার ডে ও ফ্যামিলি নাইট অনুষ্ঠান উদ্যাপিত হয়। ক্লাব প্রেসিডেন্ট লায়ন জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চার্টার নাইট চেয়ারম্যান লায়ন মিজানুর রহমান মজুমদার। এতে প্রধান অতিথি ছিলেন, লায়ন্স জেলা ৩১৫, বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন নাসির উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন মনজুর আলম মনজু, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুন মালেক ও ২য় ভাইস জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, লায়ন শফিউর রহমান, লায়ন নাজমূল হক চৌধুরী, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন রফিক আহমেদ, লায়ন সিরাজুল হক আনছারী, লায়ন শাহ্ আলম বাবুল।
প্রধান অতিথি লায়ন নাসিরউদ্দীন চৌধুরী বলেন, দুস্থ মানবতার সেবায় ডায়মন্ড সিটি লায়ন্স ক্লাব সারা বছর কাজ করে যাচ্ছে। এতিমদের সাথে সহযোগিতা করা, প্রতিবন্ধীদের সাথে কাজ করা ও অটিস্টিকদের সাথে এ ক্লাবের কাজ প্রশংসনীয়।
১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুল মালেক বলেন, ডায়মন্ড সিটি ক্লাবের প্রতিটি সদস্যই ডায়মন্ড। ক্লাব ও জেলার কর্মকাÐে সব সময় ডায়মন্ড সিটি কাজ করে যাচ্ছে। ২য় ভাইস জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করে যাচ্ছেন। প্রাক্তন জেলা গভর্নর লায়ন এ মালেক বলেন, শামীম শব্দের অর্থ হলো সুগন্ধ। ক্লাবের প্রতিটি মেম্বার দুস্থ মানবতার সেবায় নিয়োজিত।
ডায়মন্ড সিটি ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লায়ন চৌধুরী শামীম মোস্তাফা বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন লায়ন ইলিয়াছ করিম, লায়ন নাসরিন ইসলাম, লায়ন শেখ আমেনা খাতুন পুতুল, লায়ন এয়াকুব চৌধুরী, লায়ন এ ওয়াই নুর উদ্দীন চৌধুরী শামীম, লায়ন নাজনীন আক্তার, লায়ন আবিদা সুলতানা, লায়ন সাকেরা সুলতানা চৌধুরী। অনুষ্ঠানে ৫জন নতুন মেম্বার শপথ গ্রহণ করেন। লায়ন ফারহানা হক, লায়ন মো. আবিদুর রহমান, লায়ন ইমরান চৌধরী, লায়ন এডভোকেট আলাউদ্দীন ও লায়ন মো. মাহী উদ্দীন। বিজ্ঞপ্তি