ডলুখালের ভাঙনের মুখে শত শত বসতবাড়ি

49

লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সরদানী পাড়া এলাকায় ডলুখালের ভাঙন দেখা দিয়েছে। যে কোন মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে শত শত বসতবাড়ি। পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয়রা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আধুনগর সরদানী পাড়ায় ডলু নদীর পাড় সংলগ্ন গারাঙ্গিয়া রশিদিয়া সড়কের বিভিন্নস্থানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। আধুনগর বাজার হতে মছদিয়া হয়ে গারাঙ্গিয়ার আলুরঘাট পর্যন্ত এ সড়ক বিস্তৃত। এসড়ক দিয়ে প্রতিদিন সওদাগর পাড়া, সিপাহী পাড়া ও মছদিয়া
বড়–য়া পাড়ার কয়েক হাজার লোক যাতায়াত করে। এছাড়া মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়, আধুনগর উচ্চ বিদ্যালয়, গারাঙ্গিয়া উচ্চ বিদ্যালয় ও আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে। কয়েকদিনের টানা বর্ষণে সড়কের একাধিক স্থানে ভাঙ্গন সৃষ্টি হওয়ায় বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এ অঞ্চলের কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় গিয়াস উদ্দিন জানান, গারাঙ্গিয়া রশিদিয়া সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। ডলু নদীর ভাঙ্গনে এ সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যে কোন সময় ডলুর পানি ঢুকে সরদানী পাড়া প্লাবিত হতে পারে। বিলীন হয়ে যেতে পারে বসতঘর। তাই ডলু নদীর ভাঙ্গর রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, গত দুই মাস আগে গারাঙ্গিয়া রশিদিয়া সড়কটি সংস্কার করা হয়েছিল। টানা বর্ষণে সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। কিন্তু শুক্রবার পানির শড়টে ডলু নদীর ভাঙ্গন বড় আকার ধারণ করেছে। গারাঙ্গিয়া রশিদিয়া সড়কটি সংস্কার ও ডলু নদীর ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করা হবে বলেও জানান তিনি।