‘ডলার’ রুখতে একমত মাহাথির-রুহানি

17

ইরানের সঙ্গে বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে এক অভিন্ন বা স্থানীয় মুদ্রা ব্যবহারে তেহরানের প্রস্তাবে একমত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ। কুয়ালালামপুর শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ওই প্রস্তাব দেওয়ার পর বৃহস্পতিবার সাংবাদিকদের সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মাহাথির।
ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কুয়ালালামপুর শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক ক্ষেত্রে মুসলিম দেশগুলোর অভিন্ন ডিজিটাল বাজার গঠনের প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এই প্রস্তাবের জবাবে বৃহস্পতিবার সাংবাদিকদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বলেছেন, ‘আমরা প্রথমবারের মতো মার্কিন ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রা ব্যবহারের বিষয়ে ইরান ও তুরস্কের প্রস্তাব শুনেছি। এক্ষেত্রে আমরা অভিন্ন বা নিজস্ব মুদ্রা ব্যবহার করতে পারি। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা যখন এই মুদ্রা ব্যবহার করি তখন মনে হয়, এটা (নিষেধাজ্ঞা) আমাদের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।’