ডবলমুরিংয়ে অস্ত্রসহ ৮ তরুণ গ্রেপ্তার

28

ডবলমুরিং থানাধীন মৌলভীপাড়া তিন রাস্তার মোড়ে একটি দোকানের পেছন থেকে অস্ত্রসহ আট তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, একটি কার্তুজ, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- দলনেতা সোহাগ বাদশা (২৪), মো. লিটন (২২), ইব্রাহিম খলিল (১৮), মো. সালাউদ্দিন (২২), কামরুল হাসান (২৮), মো. বাবু (২২), আব্দুল কাদের (২০) ও মো. রবিন (২০)। তাদের বিরুদ্ধে এলাকায় মারামারি, অস্ত্র প্রদর্শন, সাধারণ লোকজনকে ভয় দেখানো, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ আছে। এরমধ্যে সাহাগের বিরুদ্ধে ডবলমুরিং থানায় ছয়টি, সালাহউদ্দিনের বিরুদ্ধে দুটি ও লিটনের বিরুদ্ধে একটি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
ডবলমুরিং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা প্রায় সময় রাস্তায় মেয়েদের উত্যক্ত করতো। গত বুধবারও এমন একটি বিষয়ে তারা মারামারিতে জড়ায়। বিষয়টি আমাদের নজরে আসে। প্রায়সময় তাদের অনৈতিক কর্মকান্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠলে আমাদের কাছে অভিযোগ করে। এরমধ্যে কয়েকজনের বিরুদ্ধে নানা অপরাধে মামলাও আছে।