ঠাকুর রামচন্দ্র দেবের স্মরণে ধর্মসভা ও মহানামযজ্ঞ

132

শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব (রাম ঠাকুর) এর স্মরণে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও মহতি ধর্মসভা গত ২০ ফেব্রুয়ারি নবগ্রহ বাড়ি মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি পন্ডিত অধ্যক্ষ ননী গোপাল আচার্য্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকেশ বিশ্বাসের পরিচালনায় নবগ্রহ বাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মহতী ধর্মসভায় বক্তব্য রাখেন ডা. স্বপন মজুমদার, আর কে মুহুরী, মহাদেব বিশ্বাস, রনি বিশ্বাস, জয় বিশ্বাস, বাবু বিশ্বাস, অঞ্জন সিনহা, ডাবলু চৌধুরী, বেবি মল্লিক, ডলি মজুমদার, সঞ্জিবন আচার্য, শুভঙ্কর ধর, পৌরহিত সঞ্জিত চক্রবর্তী, বেদবাণী পাঠক রতন আচার্য্য, রিনা বিশ্বাস, পিয়াল আচার্য্য, শ্রীমা আচার্য্য প্রমুখ। মহতী ধর্মসভায় বক্তারা বলেন, শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের জীবনী পর্যালোচনা করে প্রত্যেকে নিজ নিজ জীবন গঠন করলে সমাজ থেকে অকল্যাণ দূরীভূত হয়। সমাজের শান্তি বার্তা এনে দেয় শ্রী শ্রী ঠাকুরের অমিয় বানী। মহতী ধর্ম সভা শেষে তারকব্রহ্ম নামযজ্ঞের শুভ অধিবাস কীর্তন পরিচালনা করেন শ্রীগুরু সংঘ। বিজ্ঞপ্তি