ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবাদর্শে মানব জীবনের খাদ্যনীতি ও সদাচার সেমিনার

65

প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পূর্ণাঙ্গ জীবন বিধানের উপর ঠাকুর অনুকূলচন্দ্র বিশেষ গুরুত্ব দিয়েছেন। ঠাকুর বলেছেন দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক সদাচার বিধি পালনই হলো স্বাস্থ্য সুরক্ষার অন্যতম প্রধান সোপান। এ ব্যাপারে চিকিৎসকসহ সর্বস্তরের মানুষকে সচেতন ও অনুশীলন তৎপর করে তোলাই সৎসঙ্গ চিকিৎসক সম্মেলনের মুখ্য উদ্দেশ্য। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন দেবাশীষ কান্তি বিশ্বাস। মূল প্রবন্ধের আলোকে আলোচনায় অংশ নেন লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, ডা. প্রনব কান্তি দাশ, ডা. নুসরাতুল কারিম, ডা. অর্পণ দে, ডা. ভাস্কর দাশ, ডা. মোহাম্মদ কাইয়ূম, ডা. তানভীর আল মাহমুদ, ডা. রঞ্জিত দাশ, ডা. বাবুল দাশ ও রাজীব দাশ প্রমুখ। অনুষ্ঠানের সাধারণ সভায় সভাপতিত্ব করেন দীপক পালিত। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস, প্রধান বক্তা ছিলেন হুলাইন ছালেহ নুর কলেজের অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী ও ঠাকুরের আশীর্বাদ পুত কর্মীবৃন্দ যথাক্রমে প্রকৌশলী আশীষ চৌধুরী, দীপংকর ভট্টাচার্য, চন্দন ভট্টাচার্য, সাধন সুশীল, বিপ্লব বিশ্বাস এবং উৎসব উদযাপন পরিষদের সভাপতি সহদেব সুশীল ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখর দাশগুপ্ত, অর্থ সম্পাদক মিন্টু দাশ। বিজ্ঞপ্তি