ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মোৎসব উদযাপিত

83

সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন বলেছেন, যুগপুরুষোত্তম ঠাকুর অনুক‚লচন্দ্র শত বৎসর আগে এই বাংলাদেশেই জন্মেছিলেন। তিনি আজীবন সমাজ ও মানব কল্যাণের জন্যে কাজ করে গেছেন। অসহায় মানুষকে বাঁচা ও বাড়ার জন্য অনুক‚লচন্দ্র হাজার হাজার বাণী দিয়েছেন। মেয়র বলেন দেশ ও জাতীর উন্নয়নে ঠাকুর অনুক‚লচন্দ্রের দর্শন আমাদের অতিব প্রয়োজন। তিনি ১ মার্চ শুক্রবার জে.এম.সেন হল প্রাঙ্গলে সৎসঙ্গ বাংলাদেশ চট্টগ্রামের উদ্যোগে সৎসঙ্গ কেন্দ্র চট্টগ্রাম ও সৎসঙ্গ মহানগরীর যৌথ ব্যবস্থাপনায় ঠাকুর অনুক‚লচন্দ্রের ১৩১তম জন্ম মহোৎসবের ধর্ম্ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উৎসব উদ্যাপনের সভাপতি তুষার কান্তি সরকারের সাভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য্য, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল ও ধর্মতত্ত¡বিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। লিটন কান্তি দাশের সঞ্চালনায় ধর্ম্মসম্মেলনে বক্তব্য রাখেন ভরত থেকে আগত বিশিষ্ট ধর্ম্মতত্ত¡বিদ অছিরাম পাল, সহ-প্রতি ঋত্তি¡ক রবীন্দ্র চন্দ্র দাশ, ডা. ললিত মোহন নাথ উৎসব উদ্যাপন পরিষদের কার্যকরী সভাপতি দিলীপ দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক তাপস কুমার নন্দী।
মাতৃসম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমাজ সেবা অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক বন্দনা দাশ, বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুপ্তিকনা মজুমদার, শিক্ষাবিদ নমিতা ভৌমিক, অধ্যাপিকা পপি সাহা ও অধ্যাপিকা মৃনালীনি চক্রবর্ত্তী। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন সহ-প্রতি ঋত্বিক অধ্যাপক প্রদীপ কুমার দেব, পিযুষ কান্তি পালিত, মনিরথ দাশ, তমাল দাশগুপ্ত, অনিল নাথ, ডা. বাবুল দাশ ও বাবুল দাশ প্রমুখ। দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠান সূচির মধ্যে ছিল সমবেত প্রার্থনা, নাম সংকীর্ত্তন, প্রতিযোগীতা, প্রসাদ বিতরণ, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও নাটক (কৃষ্ণারা বহৃন্দাবন)। বিজ্ঞপ্তি

সিটি মেয়রের সাথে
আন্জুমানে রজভীয়া
নূরীয়া নেতৃবৃন্দের সাক্ষাৎ
আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ এর উদ্যোগে পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর আহবানে আগামী ৯ মার্চ শনিবার চট্টগ্রাম লালদিঘী ময়দানে অনুষ্ঠিতব্য ১০তম যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।
তিনি ২৮ ফেব্রুয়ারি দুপুরে আল্লামা নূরীর এ আন্দোলনকে স্বাগত জানিয়ে আলেম সমাজসহ প্রত্যেককে নিজ আবস্থান থেকে এ অপসংস্কৃতির বিরুদ্ধে মাঠে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ¦ মুহাম্মদ নূরুল হক, যুগ্ম আহবায়ক হাজী সৈয়দ মুহাম্মদ সেলিম, বিশিষ্ট কলামিস্ট ড. মাসুম চৌধরী, প্রস্তুতি কমিটির সচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মিডিয়া সচিব মুহাম্মদ মাছুমুর রশিদসহ সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি