ট্রাম্পকে না জার্মানির

46

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এ রাশিয়াকে ফের অন্তর্ভুক্ত করার ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে জার্মানি। দেশটি এ জোটে আবারও রাশিয়াকে ঢোকানোর ঘোর বিরোধী। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করলে পশ্চিমা দেশগুলো এর জোরালো প্রতিবাদ জানায়। ওই দখলদারিত্বের জেরে একই বছর দেশটিকে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৮ থেকে বহিষ্কার করা হয়। ফলে আবারও স্নায়ুযুদ্ধের সময়ের জি-৭ জোট নামে আগের পরিচিতি ফিরে পায় এই জোট। গ্রুপ অব সেভেন বা জি-৭ হলো অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বের সব চেয়ে এগিয়ে থাকা দেশগুলোর জোট। স¤প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেছেন, রাশিয়াকে যেন আবারও জোটটিতে ফিরিয়ে নেওয়া হয়। তবে তার এমন প্রস্তাবের ঘোর বিরোধী জার্মানি।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, যে কারণে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছিল, তার সমাধান এখনও হয়নি। জার্মানির একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে মাস বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ওই সমস্যার সমাধান না হচ্ছে, ততক্ষণ আমি অন্তত রাশিয়ার জি-৭-এ ফিরে আসার সম্ভাবনা দেখছি না। মস্কো নিজে উদ্যোগী হয়ে এই সমস্যার সমাধান করতে পারে। ক্রেমলিনের সেটাই করা উচিত।’ হাইকো মাস বলেন, জি-২০ হলো বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর বৃহত্তম গোষ্ঠী। জি-৭ নিজেও জি-২০-এর সঙ্গে সমন্বয় করে চলে। এরপর আমরা আর জি-১১ বা জি-১২ চাই না। রাশিয়ার গুরুত্ব অবশ্য অস্বীকার করেননি জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জি-৭-এর কাছে রাশিয়া গুরুত্বপূর্ণ। কারণ, আমরা জানি, সিরিয়া, লিবিয়া, ইউক্রেনের সমস্যা সমাধান করতে মস্কোকে লাগবে। রাশিয়ারও উচিত, ইউক্রেনে নিজেদের ভূমিকা ঠিকভাবে পালন করা। কিন্তু সেখানে তারা খুব ধীরে চলছে। জার্মানি আরও একটি কারণে রাশিয়ার উপর ক্ষুব্ধ। সেটা সিরিয়া ইস্যুতে। সিরিয়ার আসাদ সরকারের প্রধান পৃষ্ঠপোষক রাশিয়া ৩০ লাখ সিরীয়র কাছে ত্রাণ পৌঁছানোর জাতিসংঘের একটি উদ্যোগে বাধা হয়ে দাঁড়িয়েছে। তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মাস।