ট্রমা কাটিয়ে উঠতে সময় লাগবে : তামিম

46

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর সিরিজের শেষ টেস্ট না খেলেই দেশে ফিরে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমআর নাজাজের সময় দুইটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত হয়েছে ৪৯ জন।
বাংলাদেশের ক্রিকেটারদের চোখের সামনে এই ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন রিয়াদ-তামিম-মুশফিকরা। এমন একটি নারকীয় ঘটনা সামনাসামনি দেখার পর স্বাভাবিকভাবে মানসিকভাবে আঘাত পেয়েছেন ক্রিকেটাররা। গতকাল শনিবার দেশে ফেরার আগে টাইগার ওপেনার তামিম ইকবাল জানিয়েছেন, এই ট্রমা কাটিয়ে উঠতে সময় লাগবে।
তামিম ইকবাল বলেছেন, ‘ট্রমা কাটিয়ে উঠতে আমাদের সময় লাগবে। এটা ভালো যে, আমরা পরিবারের কাছে ফিরে যাচ্ছি। কারণ, প্রত্যেকের পরিবারই চিন্তিত। আশা করছি, আমরা মানসিকভাবে যে ধাক্কাটা পেয়েছি দেশে ফেরার পর সময়ের পরিক্রমায় তা কাটিয়ে উঠতে পারব।’
নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। শনিবার ক্রাইস্টচার্চে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল মসজিদে সন্ত্রাসী হামলার পর এই ম্যাচটি বাতিল করা হয়।