‘টেল-এন্ডার’দের ব্যাটে লড়াইয়ে যুবারা

37

দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ এর থেকে ১৪৩ রানে পিছিয়ে যুবারা। শুরুর দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সংগ্রহ ১৯৪।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় যুব টেস্টে আগে ব্যাট করে ৩৩৭ রান করে ইংল্যান্ডের যুবারা। ২৯৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ৪২ রান যোগ করেই অলআউট হয় ইংল্যান্ড। সফরকারীদের হয়ে দলীয় সর্বোচ্চ ৯১ রান করেন জর্জ হিল। এছাড়া জিমি স্মিথ ৯০ রান ও চালর্সওয়ার্থ ৬৩ রান করেন।
বাংলাদেশের হয়ে মিনহাজুর রহমান ও মুজাক্কির হোসেন নেন ৩টি করে উইকেট। আসাদুল্লাহ গালিব ও রুহেল আহমেদ ২টি করে উইকেট নেন।
দিনের দুই সেশনে ৬৮ ওভার ব্যাটিং করে বাংলাদেশের যুবারা তোলে ১৯৪ রান। হারিয়ে ফেলে উপরের দিকে ৬ ব্যাটসম্যানকে।
দলের হয়ে ওপেনার তানজিদ ৩৬ ও অমিত ৪ রান করেন। পারভেজ ইমন ১৮ রানে ফেরেন। দলকে বিপদে রেখে তৌহিদ হৃদয় ০ ও আকবর আলী ৭ রানে আউট হয়ে ফেরেন।
দিনের শেষ ওভারে ১১১ বলে ৫৬ রানে ফিরে যান শাহাদাত হোসেন। ১৭২ বলে ৬৩ রানে অপরাজিত আছেন মাহমুদুল। ইংলিশদের হয়ে অলড্রিজ নেন ২টি উইকেট। আর একটি করে উইকেট নেন ফিঞ্চ, হলম্যান, বেল্ডারসন ও কাদরি।