টেনিসের সাধারণ সম্পাদক বরখাস্ত

29

এক নারী খেলোয়াড় যৌন হয়রানির অভিযোগ তোলার পর বরখাস্ত করা হয়েছে টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদকে।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের বর্তমান এডহক কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোরশেদকে অসদাচারণ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের দায়ে সাধারণ সম্পাদকের পদ হতে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়। তার আগে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের সাবেক এক খেলোয়াড়ের মেয়ে। গত ১৪ নভেম্বরে গুলশান থানায় মোরশেদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও করেন ওই মেয়ের চাচা।
মেয়েটি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের হয়ে আইটিএফ টুর্নামেন্টে খেলতে গত মে মাসে ঢাকায় আসেন। তিনি গোলাম মোরশেদের মাধ্যমে ঢাকা ক্লাবের গেস্ট হাউজে উঠেছিলেন।
থানায় দেওয়া অভিযোগে বলা হয়, গত ৪ নভেম্বর সন্ধ্যায় ওই মেয়েটিকে ডিনারের প্রস্তাব দিয়ে নিয়ে যৌন হয়রানি করেছিলেন মোরশেদ।