টেনিসের নতুন রানী ওসাকা

52

রড লেভার এরেনায় ইতিহাস গড়লেন জাপানের নওমি ওসাকা। চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে হারিয়ে হিসেবে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। এই জয়ে পুরুষ-নারী মিলিয়ে প্রথম এশিয়ান তারকা হিসেবে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠলেন ওসাকা।
শনিবার ফাইনালে ২ ঘণ্টা ১৭ মিনিটের লড়াইয়ে দুইবারের উইম্বলডনজয়ী কেভিতোভাকে ওসাকা হারান ৭-৬ (৭/২), ৫-৭, ৬-৪ গেমে।
সেরেনা উইলিয়ামসকে হারিয়ে গত বছর ইউএস ওপেন জেতেন তিনি। ২১ বছর বয়সী এই তারকা এবার জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন। ক্যারিয়ারের প্রথম দুটি গ্র্যান্ড সøামই টানা জিতলেন। সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার ক্যাপ্রিয়াতি। ২০০১ সালে অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেন জেতেন তিনি। মেলবোর্ন পার্কে ওসাকার হাতে শিরোপা তুলে দেন ২০১৪ সালের বিজয়ী চীনের লি না। ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠে শিরোপা ছুঁয়ে দেখা হল না কেভিতোভার। তবে চোট কাটিয়ে ফেরার পর যে এতটুকু পথ পারি দিতে পেরেছেন, তাতেই খুশি চেক তারকা।