টেনিসের নতুন রানির নামে রাস্তা

25

যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন কানাডার বিয়াঙ্কা আন্দ্রেস্কু অভিনবভাবে সম্মানিত হলেন তাঁর শহর মিসিসগায়। সে দেশের প্রথম গ্র্যান্ড ¯ø্যাম চ্যাম্পিয়নের নামে মিসিসগার একটি রাস্তার নামকরণ করা হল। অনুষ্ঠানে আয়োজিত হয়েছিল বিরাট একটি মিছিলও। সেখানে কয়েক হাজার মানুষ উপস্থিত হন। ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। জনজোয়ারে বরণ করে নেওয়ার পরে টেনিস বিশ্বের নতুন রানির হাতে মিসিসগার মেয়র বনি ক্রম্বি শহরের একটি প্রতীকী চাবি তুলে দেন এবং বিয়াঙ্কার সম্মানে রাখা নতুন রাস্তাটির নাম ঘোষণা করেন ‘আন্দ্রেস্কু ওয়ে’। এক বছর আগেই যে যুক্তরাষ্ট্র ওপেনের বাছাই পর্বের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল বিয়াঙ্কাকে, সেখানে পরের বারই নেমে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নপূরণ করেন বিয়াঙ্কা। শুধু তাই নয়, ফাইনালে সেরিনা উইলিয়ামসের মতো মহাতারকাকে তাঁরই ঘরের মাঠে স্ট্রেট সেটে উড়িয়ে দেন। বিয়াঙ্কার এই সাফল্য তাই টেনিস রূপকথায় স্থান করে নেয়। স্বপ্নপূরণের পরে ১৯ বছর বয়সী তাঁর শহরে পাওয়া এই সম্মানে অভিভূত।