টেকনাফে ডাকাত সন্দেহে তিন রোহিঙ্গা আটক

17

টেকনাফে ডাকাত সন্দেহে ৩ রোহিঙ্গাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল সোমবার সকালে টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হোয়াইক্যং বালুখালীর ক্যাম্প-১৮’র এইচ ব্লকের ৫৭নং ঘরের মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রফিক (২৫), একই ক্যাম্পের ৯৪ ব্লকের মোহম্মদ সৈয়দ হোসেনের ছেলে মোহাম্মদ বশির উল্লাহ (২৮) ও ৯৯নং ঘরের ফজলের করিমের ছেলে মোহাম্মদ ছব্বির (৩২)।
সূত্র জানায়, সোমবার ভোরে উপজেলার হোয়াইক্যং কাঞ্জরপাড়া আর্মি ক্যাম্প সংলগ্ন বাজার মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে কয়েকজন অপরিচিত লোক দেখে রোহিঙ্গাদের মনে সন্দেহে হয়। পরে তাদের পরিচয় জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তিনজনকে ধরে ফেলেন এলাকাবাসী।
টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আইসি আরিফুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ ও যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।