টুর্নামেন্টে টিকে থাকাই কঠিন : মাহমুদউল্লাহ

38

টানা চার ম্যাচে হার। খুলনা টাইটান্স শিবিরে জয় হয়ে উঠেছে সোনার হরিণ। কোনোভাবেই যেন ধরা দিতে চাইছে না। বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো হলো সুপার ওভার। সেখানে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১২ রান। তাও পারলেন না খুলনা টাইটান্স ব্যাটসম্যানরা! শেষ চারের লড়াইয়ে যেতে লিগ পর্বের বাকি ম্যাচের ৬টিতে জিততেই হবে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে বিপিএলে টিকে থাকা কঠিন বলে মত দিলেন টাইটান্স দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।
সংবাদ সম্মেলনে এসে রিয়াদ জানান, ‘জিততে পারলে অবশ্যই ভালো লাগতো। প্রথমবারের মতো সুপার ওভার। কেউই তো সুপার ওভার চায় না। আমার মনে হয় কোনো অধিনায়কই সুপার ওভার খেলতে চাইবে না। কারণ এক ওভারে ১৯ রান ডিফেন্ড করা আমাদের উচিত ছিল (মূল ম্যাচের শেষ ওভারে)। পারিনি, সুপার ওভারেও পারিনি। এখন আমাদের জন্য প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। বাকি ৮টি ম্যাচের ৫-৬টা জিততেই হবে। কঠিন।’