টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমান-স্কটল্যান্ড

18

২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন ১৬ দল খেলবে, চূড়ান্ত হলো বুধবার। এদিন হংকংকে হারিয়ে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতে স্কটল্যান্ড পেয়েছে বিশ্বকাপের টিকিট। এর আগে বাছাইয়ের গ্রæপ পর্ব শীর্ষে থেকে শেষ করা সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করে পাপুয়া নিউগিনি ও আয়ারল্যান্ড। প্লে অফ খেলে নেদারল্যান্ডস ও নামিবিয়াও তাদের সঙ্গী হয়। শেষ দুই দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো ওমান ও স্কটল্যান্ড। আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপের গ্রæপ পর্বে এই ছয়টি দল খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে। আট দলকে ভাগ করা হবে দুইটি গ্রæপে। গ্রæপ পর্ব থেকে চারটি দল যাবে সুপার টুয়েলভে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে টি-টোয়েন্টি দলগুলোর র‌্যাঙ্কিং অনুযায়ী ঠিক হয়েছে সুপার টুয়েলভের বাকি আটটি দল। বুধবার দুবাইয়ে আগে ব্যাট করতে নেমে তারা ৭ উইকেটে ১৩৪ রান করে ওমান। এরপর বিলাল খানের দুর্দান্ত বোলিংয়ে হংকংকে তারা থামায় ৯ উইকেটে ১২২ রানে। একই দিন দিনের অন্য ম্যাচে জর্জ মানসে ও রিচি বেরিংটনের ঝড়ে ৬ উইকেটে ১৯৮ রান করে স্কটিশরা।
৪৩ বলে ২ চার ও ৫ ছয়ে ৬৫ রান করেন মানসে। ১৮ বলে চারটি চার ও তিনটি ছয়ে ৪৮ রান করেন বেরিংটন। এরপর মার্ক ওয়াট ও সাফিয়ান শরিফ তিনটি করে উইকেট নিয়ে আমিরাতকে ১০৮ রানে গুটিয়ে দেন।