টানা বর্ষণে হুমকির মুখে মাইনীমুখ উচ্চ বিদ্যালয়

54

গত কয়েক দিনের টানা প্রবল বর্ষণে লংগদু উপজেলাধীন মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয়ের ধারক দেয়ালসহ একাডেমিক ভবনের পিছনের অংশের মাটি ধসে গিয়ে হুমকির মুখে পড়েছেন প্রতিষ্ঠানটি। ভারী বর্ষণে বিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রায় ১০০শ’ফুট মাটি ধসে গিয়ে কাপ্তাই লেকের অংশ বিশেষ ডুবায় পড়তে শুরু করছে। যে কোন সময় বড় ধরনের বিপদ হতে পারে বিদ্যালয়টির। বিদ্যালয়ে নির্মাণাধীন বিঞ্জান ভবন ও একাডেমিক ভবন কাপ্তাই লেক থেকে ৮-১০ফুট নিকটেই যার ফলে যে কোন সময়ে ধসে যাওয়ার আশংকা রয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝন্টুসহ এলাকাবাসী বিষয়টি তাৎক্ষণিক লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় গতকাল সকালে সরেজমিনে গিয়ে বিদ্যালয়ের ভাংগন পরিদর্শন শেষে প্রাথমিকভাবে ভাংগন রোধের ব্যবস্থা গ্রহণ করেন। পরে স্থায়ী ভাবে প্রয়োজনীয় অর্থসহ ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রেæাতি দেন।
এসময় বিদ্যালয় ম্যানেজি কমিটির সদস্য ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-লংগদু প্রতিনিধি