টানা দ্বিতীয় জয় বায়ার্ন মিউনিখ লিভারপুল ম্যানসিটির

27

উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে লোকোমোটিভকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। ঘরের মাঠে মিতিলানকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল আর অলিম্পিক মার্সেইকে তাদের মাঠেই ৩-০ গোলে বিধ্বস্ত করেছে সিটিজেনরা। অন্যদিকে শাখতার দোনেৎস্কের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইন্টার মিলান। লোকোমোটিভের মাঠে সহজ ম্যাচের ১৩ মিনিটেই লেওন গোরেৎজেকার গোলে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। আর দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে লোকোমোটিভকে সমতায় ফেরায় অ্যান্তন মায়ারাঞ্চুক। গোল হজমের মাত্র ৯ মিনিট পরেই বায়ার্নকে আবারও লিড এনে দেন জশুয়া কিমিচ। ঘরের মাঠ অ্যানফিল্ডে মিতিলানকে আতিথ্য দেয় লিভারপুল।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও অলরেডদের হয়ে দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে প্রথম গোল করে ডিয়েগো জোটা। আর ম্যাচের শেষ দিকে মোহাম্মদ সালাহকে ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় লিভারপুল। স্পট কিক থেকে ম্যাচের ৯০তম মিনিটে গোল করে ২-০ গোলে এগিয়ে নেন দলকে আর সেই সঙ্গে জয়ও নিশ্চিত করেন এই ইজিপশিয়ান। অন্যদিকে অলিম্পিক মার্সেইকেই বিপক্ষে দ্বিতীয়ার্ধ শুরু হয় সিটিজেনদের ১-০ তে এগিয়ে থাকার মাধ্যমেই। তবে ম্যাচের ৭৬ মিনিটে স্টার্লিংয়ের পাস থেকে দলের দ্বিতীয় গোল করেন ইয়াকি গুন্দোয়ান। আর ম্যাচের ৮১ মিনিটে কেভিন ডি ব্রুইনের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে গোল করেন রহিম স্টার্লিং। এদিকে গ্রুপ বি-র দ্বিতীয় ম্যাচে শাখতার দোনেৎস্কের মাঠে গোলশূন্য ড্র করে ফিরেছে ইন্টার মিলান।