টানা দ্বিতীয় জয়ে শেষ আটে নোয়াপাড়া লায়ন্স

20

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে শেষ আট নিশ্চিত করেছে নোয়াপাড়া লায়ন্স ক্লাব। গতকাল তারা সাউথ অ্যান্ড ক্লাবকে পাঁচ উইকেটে হারায়। এর আগে নিজেদের প্রথম খেলায় নোয়াপাড়া লায়ন্স ক্লাব ৬১ রানে বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থাকে হারায়।
সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে টস জিতে সাউট অ্যান্ড ক্লাব আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে দলীয় ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৩০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে শেষের দিকের ব্যাটসম্যান শরিফুল আলম রেহান ৪৯ রানে অপরাজিত ছিলেন। এছাড়া আবদুল আল নোমান ২৫ রান করেন।
নোয়াপাড়া লায়ন্সের পক্ষে মোহাম্মদ মহিউদ্দিন, আরিফ হোসাইন, গোলাম আহাদ ও ইমরান প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নোয়াপাড়া ৩১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের শান্তনু হাফসেঞ্চুরি করেন। এছাড়া ইসতেখার নুর ৩০ এবং মোহাম্মদ ইরেয়াতুল ৩১ রানে অপরাজিত ছিলেন। সাউথ অ্যান্ড ক্লাবের আলী আকতার দুটি এবং শরিফুল আলম রেহান, ফরহাদ ইউসুফ পুষ্প ও হাসিবুল হাসান প্রত্যেকে একটি করে উইকেট নেন।
এর আগেরদিন স›দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থার কাছে ২১৬ রানের বিশাল ব্যবধানে হেরে লিগ থেকে ছিটকে গেছে ফ্রেন্ডসক্লাব জুনিয়র। টস জিতে আগে ব্যাট করে স›দ্বীপ উপজেলা নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ৩০৫ রান তোলে। জবাবে ৮৯ রানে অলআউট হয় ফ্রেন্ডস ক্লাব জুনিয়র। প্রথম খেলায়ও ফ্রেন্ডস ক্লাব জুনিয়র ক্রিসেন্ট ক্লাবের কাছে তিন উইকেটে পরাজিত হয়। আজ খেলা নাই। আগামীকালকের খেলা-কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব বনাম এমএইচ স্পোর্টিং ক্লাব।