টানা তিন সেমিতে ব্যর্থ কোহলি

18

দ্বাদশ বিশ্বকাপের সেমি ফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। লো স্কোরিং ম্যাচে গতকাল ভারত হেরে যায় ১৮ রানে।
তিন নম্বরে নামা বিরাট কোহলিকে বিদায় করেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। এলবির ফাঁদে পড়ে বিদায়ের আগে বিশ্বসেরা কোহলির ব্যাট থেকে আসে ১ রান। এবার নিয়ে তৃতীয় বিশ্বকাপ খেলতে নেমেছেন ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে এক নম্বরে থাকা কোহলি। ২০১১ বিশ্বকাপের সেমি ফাইনালে মোহালিতে পাকিস্তানের বিপক্ষে কোহলি করেছিলেন ৯ রান। ২০১৫ বিশ্বকাপের সেমি ফাইনালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ১ রান। ২০১৯ বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে কোহলি করলেন ১ রান।
তিন বিশ্বকাপের সেমি ফাইনালে সিঙ্গেল ডিজিটেই সাজঘরের পথ ধরতে হয়েছে কোহলিকে। তিন বিশ্বকাপের সেমিতে কোহলির মোট রান ১১, ব্যাটিং গড় ৩.৬৭। সেমিতে হিরো হতে পারেননি কোহলি, টানা তিন সেমিতে থাকলেন জিরো হয়ে। এদিকে, বিশ্বকাপের নকআউট পর্বে ছয় ম্যাচ খেলে তার রান হচ্ছে ৭৩, গড় ১২!