টাইব্রেকারে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের কিশোরীদের

28

ভারতের কাছে টাইব্রেকারে হেরে আবারো শিরোপা হাতছাড়া হল বাংলাদেশের কিশোরীদের। নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকায় ম্যাচ গড়াল টাইব্রেকারে। সেখানে ৫-৩ ব্যবধানে জিতে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কিশোরীদের হৃদয় ভাঙল ভারত। ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। পরের বছর একই ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে দেয় ভারত। ভুটানে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে এগিয়ে গেল তারা। আক্রমণ-প্রতি আক্রমণে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথমার্ধের খেলা জমলেও গোল হওয়ার মতো জমাট আক্রমণের ধার দেখা যায়নি বাংলাদেশ-ভারতের কিশোরীদের থেকে। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ঘটে অদ্ভুতুড়ে এক কাÐ। ফ্লাডলাইট বিকল হয়ে খেলা বন্ধ থাকে প্রায় ৩০ মিনিট।
পরে ৬৩ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। বাকি সময়টা কোনো দলই আর তেমন সুযোগ না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ভারত ৫ শটের সবগুলোতে গোল করলেও প্রথম শটেই ব্যর্থ হয় বাংলাদেশ। তাতেই কপাল পোড়ে গোলাম রব্বানী ছোটনের দলের। বাকি তিন শটে গোল পেলেও শিরোপা হাতছাড়া হয় শামসুন্নাহারদের।