টাইগারদের সঙ্গে কাজ করা হবে আনন্দের : ভেটরি

28

চলতি বছরে ভারত সফর, নতুন বছরে নিউজিল্যান্ড সফর, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১০০ কার্যদিবসের জন্য বাংলাদেশ দলে স্পিন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ডেনিয়েল ভেটোরিকে। নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়কও উচ্ছসিত টাইগারদের সঙ্গে যুক্ত হতে পেরে।
আইসিসিকে ৪০ বছর বয়সী ভেটোরি বলেন, এই দলটির দ্রুত উন্নতি হচ্ছে। সেখানে রয়েছে অনেক অভিজ্ঞ ও তারুণ্যের মিশেল। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামসহ নতুন তরুণ প্রতিভাদের নিয়ে কাজ করা হবে আমার জন্য আনন্দের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাল করেছেন চার বছর। বিগ ব্যাশে বিসব্রেন হিটেরও হাল ধরেছেন। সম্প্রতি আয়ারল্যান্ডের ফ্রাঞ্চাইজি লিগ ইউরো টি-টোয়েন্টি স্ল্যামের ডাবলিন শেফসের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন।
প্রথমবারের মতো সর্বোচ্চ লেভেলে স্পিন কোচ হিসেবে দায়িত্ব পেয়ে কিউই তারকা বলেন, বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করছি। সেখানে সফর করে বেশ কিছু স্মৃতিও রয়েছে আমার।