টাইগারদের ফাইনাল পরীক্ষা আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে

41

ক্রিকেটে বাংলাদেশের জন্য ফাইনালের উপলক্ষ মানেই হৃদয় ভাঙার একেকটি নতুন গল্প। গেল সাত বছরে ছয়টি ট্রফি জেতার সুযোগ হাতছাড়া হওয়ায় অশ্রু দিয়ে লেখা হয়েছে কষ্টের উপাখ্যান। শুরুটা ২০১২ সালে, মিরপুরে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানের হার দিয়ে। তীরে এসে তরী ডোবানোর আক্ষেপ আর সাকিব, তামিম, মুশফিকদের শিশুসুলভ কান্নার দৃশ্য স্মৃতির আয়নায় ভেসে ওঠে বাংলাদেশ দল নতুন করে কোনো আসরের ফাইনালে নাম লেখাতেই।
তবে টাইগার ফ্যানদের দৃঢ় বিশ্বাস, ব্যাট-বলের স্কিল দিয়ে দুর্ভাগ্যের শিকে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ছিঁড়বে বাংলাদেশ। প্রথমবার জিতবে কোনো টুর্নামেন্টের শিরোপা। ত্রিদেশীয় সিরিজে দারুণ খেলছে বাংলাদেশ। দাপুটে জয় এসেছে তিন ম্যাচেই। ডাবলিনে শুক্রবার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে পেছনের সব শিরোপা হাতছাড়ার দুঃখ হয়ত ঘুচে যাবে না, তবে বাংলাদেশ নাম লেখাবে নতুন অধ্যায়েই। ‘লাকি সেভেন’ অর্থাৎ, সপ্তম সুযোগ আর হাতছাড়া করবে না বলেই বিশ্বাস সকলের। দুই এশিয়া কাপ, নিধাহাস ট্রফি আর তিনটি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হেরেছে বাংলাদেশ। তবে এবারের ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ যেভাবে উড়িয়ে দিয়েছে আয়ারল্যান্ড (১বার) ও ওয়েস্ট ইন্ডিজকে (২বার) তাতে স্পষ্ট হয়ে গেছে শক্তির ব্যবধানে অনেক এগিয়ে টাইগাররা।
বিশ্বকাপে যাওয়ার আগে আয়ারল্যান্ডে বাংলাদেশ দল আছে দারুণ ছন্দে। যাকেই একাদশে সুযোগ দেয়া হচ্ছে, মেলে ধরছেন নিজেকে। প্রথম দুই ম্যাচে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী সৌম্য সরকার ব্যাট হাতে প্রমাণ করে তিন নম্বর ম্যাচে থাকেন বিশ্রামে। সেই সুযোগে লিটন দাস এসেই আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে দেন ৭৬ রানের ঝকঝকে এক ইনিংস। একই ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা আবু জায়েদ রাহি তুলে নেন ৫ উইকেট।
পুরো দল ছন্দে থাকায় ফাইনালের একাদশ নিয়ে টাইগারভক্তদের মনে কৌতূহলের শেষ নেই। ফাইনালে তামিমের সঙ্গী সৌম্য না লিটন? মোস্তাফিজ একাদশে ফিরলে আবু জায়েদ থাকবেন তো? একাদশ নিয়ে মধুর সমস্যায় বাংলাদেশ। কাকে রেখে কাকে খেলাবেন সেটি নিয়ে আলোচনার সুযোগ রয়েছেই। খেলোয়াড়দের চেয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তা তাই কম নয় ফাইনাল ঘিরে।