টাইগারদের কোচ হচ্ছেন হেসন নাকি ডোমিঙ্গো?

34

ভারতীয় ক্রিকেট বোর্ড রবি শাস্ত্রীকেই কোচ পদে পুনঃ নিয়োগ দিয়েছে। মাইক হেসন, টম মুডি, ফিল সিমন্স, রবিন সিং কিংবা লালচাঁদ রাজপুত নন- এই সাবেক টেস্ট ক্রিকেটারই ভারতের কোচ হিসেবে কাজ করবেন। তার মানে মাইক হেসন ফ্রি। তাহলে কি এ নিউজিল্যান্ড কোচকেই টাইগারদের কোচ হিসেবে বেছে নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? নাকি সবার আগে স্ব-শরীরে এসে ইন্টারভিউ দেয়া দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গোই হবেন টাইগারদের নতুন কোচ? পাশাপাশি শেষ মুহূর্তে আলোচনায় আসা মিকি আর্থার কিংবা অন্য কেউ? চারিদিকে গুঞ্জন। জল্পনা-কল্পনার ফানুস উড়ছে।
বিসিবির দুই শীর্ষ পরিচালক এবং কোচ নিয়োগ প্রক্রিয়ার সাথে বিশেষভাবে সম্পৃক্ত মাহবুব আনাম আর জালাল ইউনুস গতকাল সন্ধ্যায় বললেন, ‘আমরা আশা করছি রোববার নাগাদ কোচ চূড়ান্ত করে ফেলবো এবং নতুন কোচ আফগানিস্তানের সাথে টেস্ট শুরুর আগেই ক্রিকেটারদের অনুশীলন করাবেন।’ তবে জানা গেছে, বিসিবি হেসনকে পেতে উৎসাহী ছিল, আগ্রহও দেখানো হয়েছে। তবে মাইক হেসনের প্রথম পছন্দ ছিল ভারতীয় জাতীয় দল। এখন ভারতের কোচ হতে না পেরে তিনি যেচে আবার যোগাযোগ করলে বিসিবি অবশ্যই বিশেষ বিবেচনায় আনবে। কিন্তু বিসিবি তাকে আর নতুনভাবে ঘটা করে প্রস্তাব দেবে না। হেসনের নিজের গরজ ও উৎসাহ আগ্রহটাই আসল। না হয়, রাসেল ডোমিঙ্গোর সাথে কথা বার্তা রফা হয়েই আছে। তার সাথে সব কিছু প্রায় চূড়ান্ত হয়ে গেছে। আগামী ২৪ বা ৩৬ ঘন্টায় অতিনাটকীয় কিছু না ঘটলে দক্ষিণ আফ্রিকান ডোমিঙ্গোই সম্ভবত হবেন টাইগারদের নতুন কোচ।