ঝুমঝুমি’র নন্দিত পথ চলা

108

করোনাকালের এই মহাসংকটের সময়ে প্রকাশিত ছোটদের মাসিক কাগজ ‘ঝুমঝুমি’র জুলাই ২০২০ সংখ্যা এবং আগস্ট ২০২০ সংখ্যা সম্প্রতি হাতে এসেছে আমাদের। এই মহাদুর্যোগের মাঝেও ‘ঝুমঝুমি’র প্রকাশনা অব্যাহত রাখা, এটা নিছক কোনো ইচ্ছে বা তাগাদা নয় শুধু; প্রিয় শিশু-কিশোর তথা লেখক পাঠকদের এই দুঃসময়ে কিছুটা হলেও সজীব-সচল এবং উজ্জ্বল্যে উজ্জীবিত রাখারই মহাপ্রয়াস, চমৎকার- সাহসী উদ্যোগও বটে। প্রকাশক, প্রধান সম্পাদক পাশা মোস্তফা কামাল এবং সম্পাদক শায়লা রহমান তিথি’র প্রতি সাধুবাদ দিতেই হয়।

ঝুমঝুমি জুলাই ২০২০ সংখ্যা। ঝুমঝুমি’র এ সংখ্যার শুরুতে নিয়মিত আয়োজনের ‘চির নতুন পুরানো লেখা’য় রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি কবিতাটি। এ সংখ্যায় সর্বমোট নয়টি গল্পের তালিকার গল্পকারকবৃন্দ হলেন, উৎপলকান্তি বড়ুয়া, আহমেদ রিয়াজ, ইমরান পরশ, চন্দনকৃষ্ণ পাল, মিলন বনিক, হামিদুল আলম সখা, জান্নাত নিঝুম শিল্পী, মোনোয়ার হোসেন ও চান্দ্রেয়ী পাল মম। এ ছাড়া যথারীতি রয়েছে নিয়মিত আয়োজনের ধারাবাহিক উপন্যাস, মনি হায়দারের ‘সাইকেল কন্য’, রূপকথার ঝুমঝুমি’তে মাহফুজুর রহমান এর চার বন্ধুর দেশভ্রমণ, জেলা পরিচিতিতে বিলু কবীর এর বাংলাদেশের জেলার নামকরণের ইতিহাস হবিগজ্ঞ জেলা। ‘উদ্দীপনের উদ্যোগে শিশুদের সৃজনশীল চর্চা’ বিভাগে ছোটদের লেখা-আঁকায় রয়েছে ঝলমলে আয়োজন। তাতে লিখেছে রওশন জান্নাত রুশনী মরিয়ম আক্তার, রাবেয়া বসরী, তাশদীদ, তাসনিম হক জারিন নুপূর আক্তার। এ ছাড়া চমৎকার ছোটদের নাটক লিখেছে নালন্দা, ছায়ানট ভবন, ঢাকা’র নবম শ্রেণির ছাত্র ইনতিশা তাশদীদ তাহা। ছবি এঁকেছে ছোট্ট বন্ধু ইউনিসা তিজান খান।
এ সংখ্যায় যাঁরা ছড়া-কবিতা লিখেছেন তাঁরা হলেন, জাহাঙ্গীর আলম জাহান, মালিপাখি, জসীম মেহবুব, সৈয়দ মনজুর কবির, সনজিৎ নারায়ণ চৌধুরী ও অরুণ শীল। সর্বমোট ৩৮ পৃষ্ঠার ঝুমঝুমি’র এ সংখ্যার ঝরঝরে সুন্দর প্রচ্ছদ করেছেন সম্পাদক শায়লা রহমান তিথি নিজেই।
ঝুমঝুমি আগস্ট ২০২০ সংখ্যা। নিয়মানুযায়ি ঝুমঝুমির এ সংখ্যায়ও ‘চির নতুন পুরানো লেখা’ বিভাগ দিয়ে শুরু হয়েছে। এবারে রয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের কোন দেশে কবিতাটি। তেমনি নিয়মিত বিভাগে এবারও স্মৃতিকথা’য় প্রকাশিত হয়েছে ছেলেবেলার কথা ‘আপনার-চরণ তলে’ লিখেছেন, রেহেনা পারভীন। যথারীতি জেলা পরিচিতি লিখেছেন বাংলাদেশের জেলার নামকরণের ইতিহাস ‘মৌলভীবাজার জেলা’ বিলু কবীর। এবারও ‘উদ্দীপনের উদ্যোগে শিশুদের সৃজনশীল চর্চা’ বিভাগে ছোটদের লেখা-আঁকায় রয়েছে ঝলমলে আয়োজন রয়েছে। তাতে ছড়া-কবিতা লিখেছে বিথী হালদার, সুমাইয়া খানম, শারমিন আক্তার, নিপা খাতুন, মাহিনুর তানজী ও রিফাত আক্তার। আর এবারও ছোট্ট নাটিকা ‘সবুজ প্রাচীর’ লিখেছে রওশন জান্নাত রুশনী। এ ছাড়া রয়েছে মনি হায়দার এর ধারাবাহিক উপন্যাস ‘সাইকেল কন্যা’র চতুর্থ পর্ব।
ঝুমঝুমি’র আগস্ট সংখ্যাটি সঙ্গতকারণেই জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেশ কিছু লেখা প্রকাশিত হয়েছে। জাতির জনককে নিয়ে নিবন্ধ ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ লিখেছেন শিশুসাহিত্যিক আনজীর লিটন। মুজিব বর্ষে ‘পিতার কাছে খোলা চিঠি’ শিরোনামে নিবন্ধ লিখেছেন তৃপ্তি সাহা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতাকে নিয়ে একমাত্র গল্প ‘ছাতা’ লিখেছেন দীপু মাহমুদ। জাতির পিতার জন্য নিবেদিত ছড়া-কবিতা লিখেন দেশের একঝাঁক বরেণ্য কবি-শিশুসাহিত্যিকবৃন্দ। তাঁরা হলেন, রাশেদ রউফ, উৎপলকান্তি বড়ুয়া, ঝর্না রহমান, বিদ্যুত কুমার বসু, আশরাফুল আলম পিনটু, ব্রত রায়, স.ম. শাসসুল আলম, মনিরুজ্জামান পলাশ, সুমন্ত বর্মণ, আহসানুল হক, অমিত কুমার কন্ডূ, আহাদ আলী মোল্লা ও সঞ্জয় সরকার। আগস্ট ২০২০ সংখ্যা ঝুমঝুমি’র চমৎকার প্রচ্ছদ করেছেন শিল্পী নিয়াজ চৌধুরী তুলি। ঝুমঝুমির প্রধান সম্পাদক পাশা মোস্তফা কামাল এবং সম্পাদক শায়লা রহমান তিথির অক্লান্ত ভালোবাসার ফসল ঝুমঝুমি’র উত্তোরাত্তর সফলতা কামনা করি।