জয় বাংলা শিল্পী গোষ্ঠীর আয়োজন ‘ভালোবাসা তোমাকে দিলাম’

120

জয়বাংলা শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের উদ্যোগে ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় কদম মোবারক এম.ওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন ‘ভালোবাসা তোমাকে দিলাম’ অনুষ্ঠিত হয়। গান, কথামালা দিয়ে সাজানো এই অনুষ্ঠানে সংগীত পরিচালক ও শিল্পী অচিন্ত্য কুমার দাশ’র পরিচালনায় সংগীত পরিবেশন করেন শিল্পী নারায়ণ দাশ, নাসির হোসাইন জীবন, হানিফুল ইসলাম চৌধুরী, কবিতা আবৃত্তি করেন অধ্যক্ষ রতন দাশগুপ্ত। সজল দাশ’র সঞ্চালনায় ও বিশিষ্ট কবি-সংগঠক আশীষ সেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা ও সংগঠক শরফুদ্দীন চৌধুরী রাজু। উদ্বোধক ছিলেন সংগঠক ও আওয়ামী লীগ নেতা মো: জসিম উদ্দিন চৌধুরী, প্রধান আলোচক ছিলেন সংগঠক ও প্রাবন্ধিক মো: আবদুর রহিম, আলোকিত অতিথি ছিলেন ভাস্কর ডি.কে দাশ মামুন, বিশেষ আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, ছাত্র নেতা বোরহান উদ্দিন গিফারী, কবি আসিফ ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন জয় বাংলা শিল্পী গোষ্ঠীর সভাপতি সজল দাশ, শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান শিল্পকলা একাডেমীর তবলা প্রশিক্ষক কানুরাম দে। এতে আরো বক্তব্য রাখেন সংগঠক এম. নুরুল হুদা চৌধুরী, মো: হুমায়ুন কবির, সংস্কৃতিকর্মী দিলীপ সেনগুপ্ত, সাংবাদিক রোজী চৌধুরী। উপস্থিত ছিলেন শিল্পী মাছুমা কামাল আঁখি, চিত্রশিল্পী সমীরন পাল, রতন ঘোষ, স্বপন বড়ুয়া, আবদুর রাজ্জাক, পিয়াস, মৃদুল কান্তি দে ও জাফর আলম প্রমুখ। প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা শরফুদ্দীন চৌধুরী রাজু বলেন, ভালোবাসা পবিত্র ভালোবাসা সুন্দর, আমরা প্রথমেই পরিবারের সদস্যদের ভালোবাসবো তারপর সমাজ ও দেশের সকল মানুষকে ভালোবাসবো। ভালোবাসা মানুষের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করে। জয় বাংলা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে বিশ্ব ভালোবাসা দিবসে ‘ভালোবাসা তোমাকে দিলাম’ অনুষ্ঠানটি সময়োপযোগী, দৃষ্টিনন্দন ও মানসম্মত। অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকে সাংস্কৃতিক সংগঠক ও সংস্কৃতিকর্মী, এরা সবাই সুন্দর মনের মানুষ। বিজ্ঞপ্তি