জয় বাংলা শিল্পী গোষ্ঠীর আলোচনা সভা

81

জয়বাংলা শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের উদ্যোগে গত ৭ মার্চ কদম মোবারক এম.ওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গান, কবিতা ও কথামালা দিয়ে সাজানো অনুষ্ঠানে সংগীত পরিচালক ও শিল্পী অচিন্ত্য কুমার দাশের পরিচালনায় সংগীত পরিবেশন করেন শিল্পী নারায়ণ দাশ, শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী, শিল্পী কাকলী দাশগুপ্তা ও শিল্পী দিলীপ সেনগুপ্ত। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পাঠ করেন শিশু শিল্পী আল হাসনাত মাসুম শিহাব।
মোহাম্মদ লিপটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরেণ্য বুদ্ধিজীবী সাবেক সিনিয়র সহকারী জজ ও প্রবীণ রাজনীতিবিদ এড. মনজুর মাহমুদ খান। আলোকিত অতিথি ছিলেন সিনিয়র আওয়ামী লীগ নেতা দীপংকর চৌধুরী কাজল। প্রধান আলোচক ছিলেন কবি আবদুল হাকিম ফাউন্ডেমনের চেয়ারম্যান অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট সংগঠক প্রকৌশলী টি.কে সিকদার, মো. কামাল উদ্দিন চৌধুরী, স্বপন কুমার দাশ, মো. কামাল হোসেন, আমিনুল হক শাহীন, আসিফ ইকবাল, সংগঠক সালাউদ্দিন লিটন, সৈয়দা শাহানা আরা বেগম ও সংগঠক শিমুল দত্ত মনজুর আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন সজল দাশ।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান শিল্পকলা একাডেমির প্রশিক্ষক কানুরাম দে, শিক্ষক দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোরঞ্জন কীর্তনীয়া, হারাধন নাহা বাসু, চিত্রশিল্পী সমীরণ পাল, দেবেন্দ্র দাশ দেবু, অমিত সেনগুপ্ত, মো: আকতার, মোস্তাফিজুর রহমান মানিক, সাবিকুন্নাহার শিউলী ও জাফর আলম প্রমুখ। বিজ্ঞপ্তি