‘জয় পেলে আত্মবিশ্বাস বেড়ে যাবে আমাদের’

43

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সফরের প্রথম ম্যাচে ৮ উইকেটে পরাজিত হয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। এই ম্যাচ হেরে গেলে সিরিজটাই হাতছাড়া হয়ে যাবে টাইগারদের। দ্বিতীয় ওয়ানডে জিতে দল তাই সিরিজে ফিরে আসতে মরিয়া।
বাংলাদেশ দলের অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ম্যাচের আগে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ফেরাই শুধু নয়, এখনো সিরিজ জয়ের দিকেই চোখ রাখছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি টাইগাররা। তবে সিরিজে ফিরতে আত্মবিশ্বাসী মিরাজ বলেছেন, ‘মাত্র একটা ম্যাচ হেরেছি আমরা। আরো দুটি ম্যাচ আছে। দ্বিতীয় ম্যাচটা জিততে পারলে সিরিজ জেতাও অসম্ভব নয়।’
সিরিজে ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভ‚মিকা নিতে হবে ব্যাটসম্যানদের, জানিয়েছেন মিরাজ। নিউজিল্যান্ডের পেস সহায়ক কন্ডিশনে কাজটা একটু কঠিন হলেও আত্মবিশ্বাসী এই তরুণ বলেছেন, ‘ব্যাটিংয়ে প্রথম দশটা ওভার খুব গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে আমরা শুরুর ১০ ওভারে বেশি উইকেট হারিয়ে ফেলেছি। এই কন্ডিশনে দেখেশুনে খেললে প্রথম ১০ ওভারে রান কম হলেও উইকেট না পড়লে শেষদিকে ভালো কিছু করা যাবে।’
দলে নেই সাকিব আল হাসানের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটার। কিউই কন্ডিশনটাও স্পিনারদের জন্য তেমন সহায়ক নয়। ভালো কিছু করার জন্য পেসারদেরই মূল দায়িত্ব নিতে হবে জানিয়ে মিরাজ বলেছেন, ‘এখানে স্পিনাররা ভালো টার্ন পায় না। তাই পেসারদের সহায়তা করাটাই এখানে স্পিনারদের মূল কাজ। সাকিব ভাই না থাকায় আমাকে স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব নিতে হচ্ছে। উইকেট থেকে তেমন সহায়তা না পাওয়ায় বোলিংয়ে যত কম রান দেওয়া যায়, সেদিকেই দৃষ্টি দিচ্ছি।’
আগামীকাল ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে ম্যাচে মাঠে নামবেন বাংলাদেশের মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন মাশরাফি বিন মুর্তজা। অনন্য এসব ব্যক্তিগত অর্জনে খুশি হলেও সবার আগে দলের জয়টাই বেশি করে চাইছেন মিরাজ। বলেছেন, ‘এই ম্যাচ জেতাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। জয় পেলে আত্মবিশ্বাস বেড়ে যাবে আমাদের।’
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দলে একটি পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। সাব্বির রহমানের বদলে রুবেল হোসেনকে খেলিয়ে পেসশক্তি বাড়াতে পারে দল। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে কিউইদের।