জয়ে শেষ লিভারপুলের সিটির গোলোৎসব

14

প্রথম মিনিটেই পিছিয়ে পড়ার পর দলকে পথ দেখালেন ভার্জিল ফন ডাইক ও দিভোক ওরিগি। বদলি নেমে শেষ দিকে জালের দেখা পেলেন সাদিও মানে। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে আসর শেষ করল চ্যাম্পিয়ন লিভারপুল। প্রিমিয়ার লিগের ম্যাচে নরিচ সিটির বিপক্ষে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। এবারের লিগের শেষ দিন রবিবার প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জিতেছে লিভারপুল। গত সেপ্টেম্বরে প্রথম পর্বে অ্যানফিল্ডে একই ব্যবধানে জিতেছিল ইয়ুর্গেন ক্লপের দল।
আরেক ম্যাচে ঘরের মাঠে নরিচকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গুয়ার্দিওলার সিটি। জোড়া গোল করেন কেভিন ডে ব্রুইনে। একটি করে গোল গাব্রিয়েল জেসুস, রাহিম স্টার্লিং ও রিয়াদ মাহরেজের। লিগের প্রথম পর্বে গত সেপ্টেম্বরে নরিচের মাঠে ৩-২ গোলে হেরেছিল আগের দুই আসরের চ্যাম্পিয়নরা। ৩৮ ম্যাচে ৩২ জয় ও ৩ ড্রয়ে ৯৯ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল লিভারপুল। প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ জয়ের রেকর্ড স্পর্শ করেছে তারা। আগের দুই আসরে সমান ৩২টি করে জয় পেয়েছিল সিটি। তবে ১ পয়েন্টের জন্য ২০১৭-১৮ মৌসুমে সর্বোচ্চ ১৯ পয়েন্টের লিড নিয়ে সিটির শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করতে পারেনি লিভারপুল। ২৬ জয় ও ৩ ড্রয়ে ৮১ পয়েন্ট নিয়ে এবার রানার্স-আপ গুয়ার্দিওলার দল।